শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৯, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটারকে নিয়ে নতুন বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। সেগুলো বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক‍্যশৈনু মারমা সাংবাদিকদের এ তথ্য জানান।

তেজগাঁও থানার ওসি বলেন, কী কারণে এ হত্যা, তা নিশ্চিত নয়। তবে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্ঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে আজ রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিন দুপুরে বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় সাবেক এই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন ।

সর্বশেষ - জেলার খবর