শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১০, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন।

মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেট গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, বিএনপির দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন।

তবে শুধু তারেক রহমান নন, বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকে নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবেন দলের অন্য জ্যেষ্ঠ নেতারাও।

আসন্ন নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবনে কাটাতে বাধ্য হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেলে শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবো।’

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন তিনি দলটির চেয়ারম্যান।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০ দিনের মাথায় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়।

 

 

সর্বশেষ - জেলার খবর