বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত ২২

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

থাইল্যান্ডে একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) ক্রেনটি ভেঙে পড়ার পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জন মারা গেছেন এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

তিনি আরও জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমায় উচ্চ-গতির রেল লাইন তৈরিতে ব্যবহৃত একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নাখোন রাতচাসিমা প্রদেশের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ক্রেন একটি ট্রেনের ওপর ভেঙে পড়ার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এতে আগুন ধরে যায়।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। ফুটেজে উজ্জ্বল রঙের একটি ট্রেনকে পাশের দিকে উল্টে পড়ে থাকতে ও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

নাখোন রাতচাসিমা প্রদেশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।

পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিটপ্রাকর্ণ বলেছেন, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন এবং কর্তৃপক্ষ মৃতদের শনাক্ত করার জন্য দ্রুত কাজ করছে।

বেইজিং-এর সহায়তায় থাইল্যান্ডে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চ-গতি সম্পন্ন রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের নির্মাণে এই ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল।

এই প্রকল্পের লক্ষ্য হলো— ২০২৮ সালের মধ্যে চীনের বিশাল ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামো উদ্যোগের অংশ হিসেবে লাওসের মাধ্যমে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা।

থাইল্যান্ডে শিল্প ও নির্মাণ খাতে নিরাপত্তা নিয়মাবলীর দুর্বল প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে।

 

সর্বশেষ - জেলার খবর