রবিবার , ১৫ মে ২০২২ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাইমন্ডস স্মরণে চট্টগ্রাম টেস্টে এক মিনিট নীরবতা

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২২ ৭:১৮ পূর্বাহ্ণ
সাইমন্ডস স্মরণে চট্টগ্রাম টেস্টে এক মিনিট নীরবতা

প্রয়াত অস্ট্রেলীয় ক্রিকেট কিংবদন্তী অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সাবেক এই অলরাউন্ডারকে সম্মান জানিয়েই চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু করলেন বাংলাদেশি ও শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

রোববার (১৫ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশি ও লঙ্কান খেলোয়াড়রা। তার আগে বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করে।

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে তার সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারসহ একে একে শোক জানাচ্ছেন অনেকে।

ভারতের সাবেক বিখ্যাত ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ প্রিয় বন্ধুর মৃত্যুর খবরটা মানতে পারছেন না। ‘ভারতে ঘুম থেকে উঠেই একটা বাজে সংবাদ শুনলাম। শান্তিতে ঘুমাও, আমার প্রিয় বন্ধু। খুবই দুঃখজনক একটা সংবাদ’, টুইটারে লিখেছেন তিনি।

সাইমন্ডসের যাওয়াটা বড্ড তাড়াতাড়ি বলে মনে হচ্ছে ওয়াসিম জাফরের, ‘সকালে ঘুম থেকে উঠেই খারাপ একটা সংবাদ শুনলাম। খুব খারাপ লাগছে, অ্যান্ড্রু সাইমন্ডস আর নেই। অনেক তাড়াতাড়ি চলে গেল। ওর পরিবার ও বন্ধুদের জন্য আমার প্রার্থনা। ঈশ্বর এই শোক সহ্য করার ক্ষমতা দিক তাঁদের।

সাইমন্ডস স্মরণে চট্টগ্রাম টেস্টে এক মিনিট নীরবতা
প্রয়াত অস্ট্রেলীয় ক্রিকেট কিংবদন্তী অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সাবেক এই অলরাউন্ডারকে সম্মান জানিয়েই চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু করলেন বাংলাদেশি ও শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

রোববার (১৫ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশি ও লঙ্কান খেলোয়াড়রা। তার আগে বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করে।

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে তার সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারসহ একে একে শোক জানাচ্ছেন অনেকে।

ভারতের সাবেক বিখ্যাত ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ প্রিয় বন্ধুর মৃত্যুর খবরটা মানতে পারছেন না। ‘ভারতে ঘুম থেকে উঠেই একটা বাজে সংবাদ শুনলাম। শান্তিতে ঘুমাও, আমার প্রিয় বন্ধু। খুবই দুঃখজনক একটা সংবাদ’, টুইটারে লিখেছেন তিনি।

সাইমন্ডসের যাওয়াটা বড্ড তাড়াতাড়ি বলে মনে হচ্ছে ওয়াসিম জাফরের, ‘সকালে ঘুম থেকে উঠেই খারাপ একটা সংবাদ শুনলাম। খুব খারাপ লাগছে, অ্যান্ড্রু সাইমন্ডস আর নেই। অনেক তাড়াতাড়ি চলে গেল। ওর পরিবার ও বন্ধুদের জন্য আমার প্রার্থনা। ঈশ্বর এই শোক সহ্য করার ক্ষমতা দিক তাঁদের।

উল্লেখ্য, শনিবার (১৪ মে) রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে টাউনসভিলের থেকে ৫০ কিমি দূরে হার্ভি রেঞ্জের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে অ্যান্ড্রুর গাড়ি। আচমকা গাড়িটি পালটি খেয়ে উলটে গেলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তারকা ক্রিকেটারের।

অ্যান্ড্রু অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মোট ২৬টি টেস্ট ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৮টি একদিনের ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহে ছিল ৫০৮৮ রান।

বিগ হিটিং ব্যাটার বল হাতে যেমন নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই ফিল্ডিংয়েও তাঁর জুড়ি ছিল না। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ জয়েও তাঁর বড় অবদান ছিল।

সর্বশেষ - জাতীয়