বুধবার , ৩০ মার্চ ২০২২ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকা কলেজ ও টিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩০, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
ঢাকা কলেজ ও টিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

ঢাকা কলেজ ও পাশের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের (টিটি কলেজ) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়াপাল্টা-ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যার পর এ সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে ঘটনাস্থলে থাকা অনেকে জানিয়েছেন। তারা বলেন, ‌শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা নূরে আলম নামের এক বিক্রয়কর্মী একটি গণমাধ্যমকে জানান, সংঘর্ষের সময় সড়কে থাকা তার মোটরসাইকেল থেকে অতিরিক্ত হেলমেটটি নিয়ে যান এক তরুণ। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে ধারণা করছেন নূরে আলম।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার হারুন উর রশীদ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনায় ওপাশ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - জাতীয়