শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

সমালোচনা ও প্রতিবাদ আমলে না নিয়ে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করলো যুক্তরাষ্ট্র।

অ্যালাবামা অঙ্গরাজ্যের অ্যাটমোরে অবস্থিত হলম্যান সংশোধনাগারের মুখপাত্র জানান, ৫৮ বছর বয়সী কেনেথ স্মিথের বিরল মৃত্যুদণ্ডের সাক্ষী হতে গণমাধ্যমের পাঁচজন প্রতিনিধিকে রাখা হয়েছিলো। বিশেষভাবে তৈরি মাস্কের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস ছেড়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বে প্রথমবারের মতো এই পদ্ধতিতে কোন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। ২০২২ সালেও বিষাক্ত সিরিঞ্জের মাধ্যমে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়। ১৯৮৮ সালে এলিজাবেথ সেনেটকে হত্যা করে বীমার অর্থ পাওয়ার আশায় তার স্বামী ধর্ম প্রচারক চার্লস, খুনি ভাড়া করেন। ঘটনা ফাঁস হলে আত্মহত্যা করেন চার্লস।

হত্যাকাণ্ডে অংশ নেয় দু’জন। কেনেথের সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১০ সালে। যুক্তরাষ্ট্রের সংবিধানের অষ্টম সংশোধনীর আওতায় নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দেন অ্যালবামার অ্যাটর্নি জেনারেল।

সর্বশেষ - জাতীয়