বিনোদন প্রতিবেদক :
নতুন বছরে তিনটি সিনেমা নিয়ে বড়পর্দায় আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সেই তিনটি সিনেমার মধ্যে একটি এরইমধ্যে চূড়ান্ত করেছেন। অন্য দুটিও শিগগির চূড়ান্ত হয়ে যাবে। অপুর প্রথম সিনেমাটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ।
’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হবে ‘শেখ রাসেলের আর্তনাদ।’ এ সিনেমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। এ চরিত্রটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র একশ টাকা। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
এ বছরের তিন সিনেমা প্রসঙ্গে অপু বলেন, ‘এখন আমি আগের চেয়েও বেশি ব্যস্ত। আগে তো শুধু অভিনয়ই করতাম। এখন বিজনেসও শুরু করেছি। সেখানে আমাকে সময় দিতে হয়।
বাচ্চাকে সময় দিতে হয়। আমার কিছু সোশ্যাল ওয়ার্কও করি। সব মিলিয়ে শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমাতেই অভিনয় করব। একটিতে এরইমধ্যে সাইন করেছি।
অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে। ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর।’ এ ছাড়া বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
এদিকে নতুন বছরে ব্যবসায় নতুন পরিসরে এগিয়ে যেতে চলেছেন অপু বিশ্বাস। বছরের ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন অপু। শাকিব খানের কসমেটিকস ব্যব্সায় অপুও এখন কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবেন। এ প্রসঙ্গে অপু সংবাদমাধ্যমে বলেন, ‘আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। ও (শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।’
সম্প্রতি আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন অপু। যা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। সবসময় যাওয়া না হলেও সুযোগ পেলে চলে যান নিজ ব্যবসার তত্ত্বাবধানে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।