শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বড় পর্দায় আসছেন মেহজাবীন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৩, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। দেশের প্রেক্ষগৃহে সিনেমাটি মুক্তি পায়নি। অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে মেহজাবীন অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন গল্পের মালতী।

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন মেহজাবীন চৌধুরী। তার ভাষায়— “এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এই অনুভূতি একদম আলাদা। আমি অপেক্ষা করছি এটি দেখার এবং আমার প্রিয়জনদের সঙ্গে উদ্‌যাপন করার জন্য। আমার ভক্তরা এবং পরিবারের সঙ্গে দেখব এটি।”

‘মালতী’ সিনেমা নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, “সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা–সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা–সংগ্রাম। অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। এর পাশপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে?”

মেহজাবীনের চরিত্র প্রসঙ্গে পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী সংগ্রামী এক নারী। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি।

মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

সর্বশেষ - জাতীয়