বিনোদন ডেস্ক :
দিল্লি নিবাসী ‘ম্যাডাম সেনগুপ্ত’ একজন কার্টুনিস্ট। হঠাৎ কলকাতা থেকে রহস্যজনকভাবে তার স্বামী নিখোঁজ হন। আর তা উদঘাটনে মাঠে নামেন স্ত্রী। বলছি, পরিচালক সায়ন্তন ঘোষালের থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘ম্যাডাম সেনগুপ্ত’র কথা। যার নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। তার স্বামীর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। পরিচালকের ভাষায়, ঋতুদিকে দেখে ইন্ডাস্ট্রি, দর্শক চমকে যাবে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ম্যাডাম সেনগুপ্ত’ চলচ্চিত্রের পোস্টার। ঋতুপর্ণা ছাড়াও এতে আরও কিছু চরিত্রে রয়েছেন- অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টচার্য, সুপ্রিয় দত্ত।
‘ম্যাডাম সেনগুপ্ত’ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, সিনেমার নামটি ভীষণ আকর্ষণীয়, মূলত থ্রিলার ঘরানার। সায়ন্তন ভীষণ ভালো পরিচালক। ওর সঙ্গে আমি এর আগে অ্যাড ফিল্মে কাজ করি। তারপরে ও আমায় একটি থ্রিলার শুনিয়েছিল। এ কাজটা করতে পারব ভেবেই ভালো লাগছে।
অন্যদিকে পরিচালক সায়ন্তন বলেন, সিনেমাটি একটা মার্ডার মিস্ট্রি। থ্রিলার থেকে শুরু করে অ্যাকশন সবই রয়েছে। সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্তকেই ম্যাডাম সেনগুপ্ত হিসেবে দেখা যাবে। সেইদিক থেকে আমার মনে হয় নামটা বেশ আকর্ষণীয়। আমরা টিম হিসেবে কাজ করতে চাই। আপাতত চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।