সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে: রিজভী

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করছে। তিনি বলেন, ‘দেশে কোনো সহিংস ঘটনা ঘটলেই প্রথমে বিএনপির দিকে আঙ্গুল তোলা হয়। সরকারকে কিছু বলে না, প্রশাসনকে কিছু বলে না। তারেক রহমান কি প্রধানমন্ত্রী? অথচ তাকেই টার্গেট করা হচ্ছে। মূলত তাদের টার্গেট হচ্ছে বিএনপি ও তারেক রহমান।’

সোমবার (২১ জুলাই) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন রিজভী। সমাবেশটি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজন করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা যেভাবে টার্গেট করেছিলো সেই একই চক্রান্ত চলছে। আজ দোষীদের জবাবদিহির আওতায় না এনে উল্টো তারেক রহমানকে নিয়ে সমালোচনা ও কুৎসা রটানো হচ্ছে। এই চক্রটি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও কুৎসিত ভাষায় মন্তব্য করতেও দ্বিধা করছে না।’

ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. ইউনূস কোনো নির্বাচিত ব্যক্তি নন, কিন্তু তার প্রতি জনগণের সমর্থন আছে। আজকে মানুষ কিছুটা ভালো আছে। কিন্তু এই পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চলছে। শেখ হাসিনা গুনীজনকে সম্মান দেননি, বরং তাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তার শাসন ছিল এক ধরনের ফ্যাসিস্ট শাসন, যার ফলে আওয়ামী লীগ জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। মিডফোর্ডে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী ব্যবসায়ী সোহাগকে হত্যা করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। সন্ত্রাসী বা অপরাধী নিজ দলের হলেও কোন ছাড় দেওয়া হয় না। প্রায় ছয় হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, ‘যিনি অন্যায় সহ্য করেন না, অপরাধীর সঙ্গে কোনো আপোষ করেন না, সেই মানুষটির বিরুদ্ধেই আজ উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মোস্তাফিজুল করিম মজুমদার, মঞ্জিরুল ইসলাম মঞ্জু এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া।

সর্বশেষ - রাজনীতি