ডেস্ক রিপোর্ট :
লন্ডনে ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে। সেসব রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসার ধরন সামান্য পরিবর্তন করা হয়েছে।
ডা. জাহিদ বলেন, তার স্বাস্থ্য অবস্থাকে স্থিতিশীল বলা যায়। আরও কিছু রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। তবে চিকিৎসা সঠিকভাবেই চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ফলে তার মানসিক অবস্থার উন্নতি হচ্ছে।
চিকিৎসকের অনুমতিতে জিয়া পরিবারের সদস্যরা হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্যে তিনি বেশ হাসিখুশি এবং চাঙা সময় পার করছেন। তারেক রহমানের বাসা থেকে প্রতিদিন তার জন্য খাবার আনা হচ্ছে।
তবে এখনই বলা যাচ্ছে না আরো উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়া হবে নাকি এখানে রেখেই চিকিৎসা চালানো হবে। এই ক্লিনিকে সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বেগম জিয়া।
লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত খালেদা জিয়া।