রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজখবর নিয়েছেন খালেদা জিয়া

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১২, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও দেশের মানুষের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দ্য লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস। সাক্ষাৎকালে, বেগম খালেদা জিয়া তাদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি ও দেশবাসীর খোঁজ খবর জানতে চান।

মির্জা আব্বাস জানান, “বেগম খালেদা জিয়া গত ১৮ বছর ধরে চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চলছে।” তিনি আরও বলেন, “যদি ম্যাডাম আগে চিকিৎসা পেতেন, তবে হয়তো আরও সুস্থ থাকতেন।”

এছাড়া, মির্জা আব্বাস আওয়ামী সরকারকে দায়ী করে বলেন, “একটা মানুষ যতটা সুস্থ থাকা দরকার ম্যাডামকে ততটা সুস্থ থাকতে দেয়া হয়নি। তিনি এখন কিছুটা ভালো আছেন।”

দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা এবং কোন রাজনৈতিক নির্দেশনা পেয়েছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস জানান, “এ মুহূর্তে কোন রাজনৈতিক নির্দেশনা পাওয়া যায়নি। আমরা রাজনৈতিক বিষয়ে কথা বলিনি, তবে ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন।”

এদিকে, আফরোজা আব্বাস জানান, “বেগম খালেদা জিয়া শুধু দেশের পরিস্থিতি নয়, মহিলা দলের অবস্থা সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন।”

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জানুয়ারি) বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মির্জা আব্বাস ও তার স্ত্রী লন্ডন পৌঁছান। সাক্ষাৎকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - জাতীয়