বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন’

প্রতিবেদক
Newsdesk
মে ১, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন বলে নিশ্চয়তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নারীদের এ নিশ্চয়তা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই এবং তাদের কোনো নিরাপত্তা নেই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও কায়েম করবো। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী ও পুরুষ সবাই মিলে স্ব-স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় আমরা সবাই মিলে অবদান রাখবো।

মালিক-শ্রমিক সম্পর্ক নিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, শ্রমিক বাঁচলে ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে ব্যবসা বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবেন মালিক-শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাহলে আমরাও বাঁচবো। কারণ কর্মস্থল যদি ধ্বংস হয়ে যায় দাবিটা করবো কার কাছে। এজন্য উভয়পক্ষের দায়দায়িত্ব আছে। টেকসই বাংলাদেশ চাইলে পরস্পরের হাত ধরে সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদের সম্মান দেবেন সেদিন শ্রমিক ষোলআনা শ্রম দেবেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতারাসহ বিভিন্ন পর্যায়ে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির ৩ সংগঠনের পথসভা

জায়েদ খান-জয়-সাজু খাদেমের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

মুশতাক-তিশার বিষয়ে যে নির্দেশ দিয়েছেন আদালত

নতুন মামলায় গ্রেফতার আনিসুল সালমান পলক, ৫ দিনের রিমান্ডে শাহে আলম

দেশ বাঁচাও আন্দোলনের নামে ধ্বংস করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

একনেকে ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০ প্রকল্পের অনুমোদন

২৮ দিনে এলো ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি রেমিট্যান্স

মিত্ররা ইসরাইলের সঙ্গে‘ যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

জামায়াতের আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন