বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিট সড়কে সংবর্ধনা দিতে সমাবেশের আয়োজন করছে বিএনপি। ইতিমধ্যে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছে সংবর্ধনা মঞ্চ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটে গণ সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। গণ সংবর্ধনা অনুষ্ঠানের জন্য গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক টিম। জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল। ভাড়া করা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো। এছাড়াও বুকিং দেয়া হয়েছে দেশের সাতটি রুটের বিশেষ ট্রেন।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে অবতরণের পর দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর এসএসএফ’র নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তিনি। সেখানে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

বিএনপি আরও জানায়, সমাবেশস্থল থেকে তিনি সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে। সেখানে মায়ের শয্যাপাশে কিছু সময় কাটিয়ে গুলশানে মায়ের বাসায় ফিরবেন।

এদিকে তারেক রহমানকে বরণ করতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। গত রাতে গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। সভায় শৃঙ্খলা টিম, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল টিম, ট্রাফিকিং টিম গঠনের কথা রয়েছে। এদিকে বিএনপি’র পাশাপাশি অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন। রঙ-বেরঙের টি-শার্ট ও ক্যাপ এবং ব্যানার-ফেস্টুনও তৈরি করা হচ্ছে।

 

 

সর্বশেষ - জেলার খবর