বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে ভারত : আলতাফ চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে। গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ তারই ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেওয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য, মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো. রেজাউল করিম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার,  মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইফুর রহমান জাকির উপস্থিত ছিলেন।

এদিন তুরস্কের একটি এনজিওর অর্থায়নে স্থানীয় নেতারা এসব উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। জেলার ৫০০ ইমাম এবং গত ১৫ বছরে বিভিন্ন হামলা মামলার শিকার ৫০০ বিএনপি নেতাকর্মী এবং জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়