সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নিরাপত্তাহীনতায় লক্ষীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১০, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের দোকান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসীরা ওই মার্কেটের দোকান দখল করে মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করছে। এতে ওই মার্কেটের মালিক ও ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেরনে এ দাবি জানান তারা।

মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এস এম ওমর আলী বলেন, তারা নিয়মিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে মাসিক ভাড়া, বাৎসরিক ট্রেড লাইসেন্স ফি জমা প্রদান করে আসছেন। গতবছর ৫ আগস্টের পর সরকারী কবি নজরুল কলেজ ও সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে এবং স্থানীয় বিএনপির দলীয় কর্মী পরিচয়ে মার্কেটের মালিক ও ভাড়াটিয়াদের দোকান খালি করে দিতে বলে। আর ব্যবসা করতে চাইলে তাদের মাসিক ২ লাখ টাকা ভাড়া দিতে হবে বলে জানায়। এছাড়া তারা প্রাননাশেরও হুমকি দেয়। তাদের দাবিকৃত টাকা না দিতে চাইলে নানা হুমকি ধমকি দিয়ে আসছে।

হুমকিদাতারা হলো- শিশির আহমেদ, জসিম উদ্দিন, ফরহাদ ও সোহাগসহ আরো প্রায় শতাধিক সন্ত্রাসী। তারা ব্যবসায়ীদের কাছে দাবি করে সিটি করপোরেশন থেকে ওই মার্কেট নাকি লিজ নিয়েছে। প্রকৃতপক্ষে তারা কোন লিজপ্রাপ্ত না। সন্ত্রাসী কায়দায় মার্কেট দখলের পায়াতারা করছে তারা।

তিনি আরো বলেন, বিএনপিকর্মী পরিচয় দেয়া এই শিশির আহমেদ গং রাতের আধারে কোন কোন দোকান ঘরের তালা ভেঙ্গে দোকানের মালামাল এবং মূল্যবান দলিলপত্রসহ কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার প্রিন্টার, সিসি ক্যামেরা ডিভি আর ইত্যাদি মূলবান সমগ্রী লুটে নেয়। শিশির আহমেদ আসন্ন নির্বাচনের ঢাকা-৬ আসনের বি এন পি মনোনীত এমপি প্রার্থী ইশরাক আহমেদ এর সাথে ছবি তোলা প্রিন্ট কপি মানুষকে দেখিয়ে নিজেকে অনেক বড় নেতা হিসেবে জাহির করে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগায়োগ করেও কোন সুরাহা হয়নি। এ অবস্থায় তাদের মার্কেট রক্ষা ও স্থানীয় সন্ত্রাসীদের তান্ডব থেকে রেহাই পেতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে লক্ষীবাজার সিটি করপোরেশন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত