নিজস্ব প্রতিবেদক :
অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)৷ হত্যায় জড়িত দুই জনকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, অটো ছিনতাই করতেই ওই ব্যক্তিকে হত্যা করে আসামিরা।
বুধবার (২২ অক্টোবর) সকালে পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খুদরত ই খুদা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে ছিনতাই চক্রের তথ্য পায় পিবিআই৷
খুদরত ই খুদা জানান, মৃত জালালউদ্দিন অটোচালকের আড়ালে ছিনতাই করতো। নুরু শেখ তার সহযোগী৷ ঘটনার দিন দু’জনই অটোরিকশা ছিনতাইয়ে বের হয়। কোনো ছিনতাই করতে না পেয়ে জালালউদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার করে অটো ছিনতাই করে তা বিক্রি করে দেন নুরু শেখ।
অভিযান চালিয়ে নুরু শেখকে গ্রেপ্তার করে পিবিআই। তার তথ্যে ক্রেতা মোজাম্মেলকেও গ্রেপ্তার করা হয়।
খুদরত ই খুদা বলেন, পুরো ছিনতাই চক্রের ৭ থেকে ৮ জনকে সনাক্ত করা হয়েছে। চক্রটি গত ১৫ বছর ধরে বংশাল, মিডফোর্ড ও চকবাজার এলাকায় ছিনতাই করতো। তাদের টার্গেট ছিলো অটোরিকশা ও ভ্যান।
চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পিবিআইয়ের এই কর্মকর্তা৷