স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন জাকের আলী অনিক, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাইম, মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ।
১৪ মাস পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে, ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে করেছে ১৫৪/৫ (ESPN Cricinfo)।
বাংলাদেশ দলে অভিষেকপর্বে দ্রুত প্রারম্ভ হয়েছে ইমনের (৩৮ রান) আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে। তবে শ্রীলঙ্কার। দাসুন শানাকা, থিকসানা ও ভ্যান্ডার্সে ইমনের উইকেট পেয়ে নিয়ন্ত্রণে রেখে রেখেছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো।