নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গত সেপ্টেম্বরের শেষে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। পাশাপাশি স্থগিত রাখা হয় আওয়ামী লীগের নৌকা প্রতীক। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।
তবে প্রতীক হিসেবে শাপলা পেতে বরাবরই অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছে এনসিপি। বৃহস্পতিবার ইসির জারি করা প্রতীক তালিকায় ১১৯টি প্রতীক রাখা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোরেল হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা প্রতীক না দেওয়া পর্যন্ত এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তবে আমরা মনে করি, শেষ পর্যন্ত শাপলা প্রতীক আমাদেরই দেওয়া হবে—সেই আশা রাখি।’

















