নিজস্ব প্রতিবেদক :
নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। এরই মধ্যে শপথ নিতে যাদের ডাকা হয়েছে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমে নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং অতিরিক্ত ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এর অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।
শপথ নিতে ডাক পেয়েছেন যেই ২৫ পূর্ণ মন্ত্রীরা:
আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১)
ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
আসাদুজ্জামান খান (ঢাকা-১২)
ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)
আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)
সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
মো. ফরিদুল হক খান (জামালপুর-২)
মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
ইয়াফেস ওসমান
সামন্ত লাল সেন
১১ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা:
বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর–৪)
নসরুল হামিদ (ঢাকা–৩)
জুনাইদ আহমেদ পলক (নাটোর–৩)
মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা–১৭)
মো. মহিবুর রহমান (পটুয়াখালী–৪)
খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর–২)
জাহিদ ফারুক (বরিশাল–৫)
কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
বেগম রুমানা আলী (গাজীপুর–৩)
শফিকুর রহমান চৌধুরী (সিলেট–২)
আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল–৬)