বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সচিবালয়ে আগুন : প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ ও বুয়েটের তিনজন বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে আজ মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে তদন্ত কমিটিটি গঠন করা হয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদ্‌ঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ প্রেরণ। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতাকে এক পরিবারের সম্পদ বানানো হয়েছিল: ডা. শফিকুর

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত

নীলফামারীতে পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

শাহজালাল বিমানবন্দরে ৪০টি সোনার বারসহ আটক ২

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না, তিন অনুষদকে একীভূত করার চিন্তা

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না, তিন অনুষদকে একীভূত করার চিন্তা

বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা চোরাচালান হয়: বাজুস

বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা চোরাচালান হয়: বাজুস

দেশ ও জনগণের স্বার্থের পক্ষে গণমাধ্যমকে দাঁড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন

সচিবালয়ে আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি ফখরুলের

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন