নিজস্ব প্রতিবেদক :
সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন তিনি এ কথা বলেন।
এ সময় তিনি প্রতি বছর এভাবে দিনটি উদ্ যাপন করার আহ্বান জানান। এজন্য যা সহায়তা দরকার তা দেয়ার প্রতিশ্রুতি জানান তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চল দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার তা প্রদান করা হবে।