মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২২, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি :

খুলনায় সুমন মোল্লা (২৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন মোল্লার বাড়ি পিপরাইল গ্রামে। স্থানীয় জামিরা বাজারে তাঁর একটি দোকান আছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে দোকান বন্ধ করে সুমন মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গতি রোধ করে। একপর্যায়ে সুমনের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জেল্লাল হোসেন বলেন, বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা সুমন মোল্লাকে গুলি করেছে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজে আনা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত