সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৫, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তাপ্রহরী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের একটি দল উপজেলার কুমিরা এলাকায় ‘কেআর গ্রিন শিপইয়ার্ড’ নামে একটি জাহাজভাঙা কারখানা সংলগ্ন উপকূল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত দুই নিরাপত্তাপ্রহরী হলেন– খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ।

তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং নামের একটি জাহাজভাঙা কারখানায় নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ‘রবিবার রাতে জাহাজভাঙা কারখানায় আসা একটি পুরনো জাহাজের মালামাল লুট করার জন্য একদল ডাকাত হানা দেয়। এ সময় ইয়ার্ডের চার শ্রমিক বোটে করে তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের হামলায় দুজন মারা যান।’

কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না জানান, রবিবার দুপুরে কাটিংয়ের জন্য কারখানায় একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই জাহাজ থেকে মালামাল লুটের উদ্দেশ্যে কারখানায় হানা দেয়। এ সময় দায়িত্বরত দুই নিরাপত্তাপ্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় নিহত দুই নিরাপত্তাপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত