জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা-১আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার(৬৪)আর নেই ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল।
তিনি জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মানু মজুমদার একজন প্রতিরোধ যোদ্ধা ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে তিনি নেত্রকোণা-১ আসনে সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ওই এলাকার ভোটার হন। কলমাকান্দার দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বসের কাছে তার বোনে বিয়ে হয়েছে। এ সুবাদে তিনি ওই উপজেলার রংচাতি ইউনিয়নের পাঁচগাঁও রামনাথপুর এলাকায় বাড়ি নির্মাণ করেন। সর্বশেষে তিনি নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্গাপুর যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নব নির্বচিত চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকুঞ্জি) বলেন, মানু মজুমদার ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শিক মানুষ ছিলেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন। দুর্গাপুর কলমাকান্দার উন্নয়নে তিনি অনশীকার্য ভূমিকা ও বিশেষ অবদান রেখে গেছেন। এ এলাকার মানুষ তার অবদান সারা জীবন মনে রাখবে।

















