পটুয়াখালী প্রতিনিধি :
পারিবারিক পিকনিকে কুয়াকাটা যাওয়ার পথে র্যাবের মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪ জন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, বরিশাল থেকে র্যাবের একটি মিনিবাস পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়েছিল। পথে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান গণমাধ্যমকে বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।”
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান শান্তা গণমাধ্যমকে জানান, “সকাল ৯টার কিছু পূর্বে আহত রোগীদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই বছরের শিশু পিয়াসকে মৃত অবস্থায় আনা হয়। আরও কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও লেবুখালী সিএমএইচে পাঠানো হয়েছে।”
হাসপাতালের নথি অনুযায়ী আহতদের মধ্যে রয়েছেন গলাচিপা, নরাইল, ভোলা, ঝিনাইদহ, নীলফামারি, বাগেরহাট, সাতক্ষীরা, আমতলী ও বরগুনা জেলার অন্তত ৩০ জনের বেশি মানুষ।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, “গুরুতর আহত ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। র্যাব ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে আহতদের স্থানান্তর করা হয়েছে।”
দুর্ঘটনায় নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।