বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাগুরার আট বছরের শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৩, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি :

মাগুরার বহুল আলোচিত আট বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু করেন।

শুনানি শেষে বিচারক আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আদালতে এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে চার আসামি—শিশুটির বোনের স্বামী সজিব শেখ, শ্বশুর হিটু শেখ, শাশুড়ি রোকেয়া বেগম ও দেবর রাতুল শেখ—কে আদালতে হাজির করা হয়।

মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে রাষ্ট্রপক্ষকে সহায়তা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা এবং প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়। তিনি অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন।

আদালত সূত্র জানায়, মূল আসামি হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায়, সজিব ও রাতুল শেখের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারায়, এবং রোকেয়া বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

শুনানি শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট সমাজী জানান, তদন্ত প্রতিবেদন, আসামির জবানবন্দি ও অন্যান্য নথির ভিত্তিতে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা গ্রহণ করে। বিচারক আসামিদের জানান, তারা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন, তবে তা কারাবিধি অনুযায়ী আবেদন করে করতে হবে।

তবে বিচারকের প্রশ্নে আসামিরা নিজেদের দায় অস্বীকার করেন।

উল্লেখ্য, শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে ১৩ মার্চ ঢাকার সিএমএইচে শিশুটি মারা যায়।

ঘটনার পর শিশুটির মা মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে রোকেয়া বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের, সজিব ও রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের এবং হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের মাধ্যমে হত্যার অভিযোগ আনা হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না: মোহাম্মদ ফরাসউদ্দীন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢামেকে ভর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাস্তবতা, প্রস্তুতির বিকল্প নেই: রিজওয়ানা হাসান

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি

তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি