নিজস্ব প্রতিবেদক :
পেঁয়াজের দাম সহনীয় রাখতে ও অযথা মজুদ না করতে নানা পদক্ষেপ নিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। জেলায় জেলায় নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় হয়েছে ভ্রাম্যমাণ আদালত, করা হচ্ছে জরিমানা।
পেঁয়াজের দাম সহনীয় রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সব গুদাম এবং ওয়্যার হাউজের তথ্য সংগ্রহ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পেঁয়াজ বিক্রির সময় রসিদ প্রদর্শন, ইন ভয়েস ছাড়া পণ্য বেচাকেনা করা ও ডিও প্রথা নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছেন জেলা প্রশাসক।
নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্য ও ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরও দুটি দোকানকে ২২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নোয়াখালীর হাতিয়া, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।