রবিবার , ২ মার্চ ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রায় ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স এল ফেব্রুয়ারিতে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রোজার আগেই দেশের রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি হয়েছে। গত মাস তথা ফেব্রুয়ারিতে প্রবাসীরা ২৫২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ২১৬ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩৬ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭ শতাংশ।

আজ রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

ছাত্র-জনতার গণঅভ্যূত্থান তথা গত বছরের ৫ আগস্ট থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা যায়। ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীরা রেকর্ড ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার দেশে পাঠান। তবে জানুয়ারিতে প্রবৃদ্ধির এ গতি কিছুটা কমে যায়। কিন্তু ফেব্রুয়ারিতে এসে আবারো রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি বা ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশে ১৫ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসীরা ৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা জানান, ‘চলতি মার্চে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হবে। এক্ষেত্রে গত ডিসেম্বরে গড়া সর্বোচ্চ রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। কারণ মার্চের শেষের দিকে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। রমজান ও ঈদ উপলক্ষে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত