বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
আহসান হাবিব নাসিম বলেন, “হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ তার প্রেমিক নিখোঁজ রয়েছেন।”
এদিকে হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু “আমার বন্ধু রাশেদ” চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষিক্ত হন। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। এরপর অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।
হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।