কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরে রিনা আক্তার (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। রিনা আক্তার ওই এলাকার আবু নাছেরের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহতের স্বামী স্থানীয় একটি মসজিদে তারাবি পড়ান। প্রতিদিনের মতো তারাবি শেষে বাসায় ফিরে স্ত্রীর মুখ বাঁধা ও গলাকাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবু নাছের ও দারোয়ানসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।