নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে অর্ধেক সাজাভোগ করা ১৬ জন কয়েদির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন।
এতে আরও বলা হয়, সেই মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ওই বন্দিদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেয়া হয়েছে।