নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমরুল কায়েস ফয়সাল (২৯) নামের এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আসামি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ইমরুল। ওই সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হন ইমরুল। পরে তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন।
ডিবি জানায়, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফার্মগেট এলাকা থেকে আসামি মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।