চাঁদপুর প্রতিনিধি :
ইলিশের পোনা ও জাটকা রক্ষায় মধ্যরাত থেকে শুরু হয়েছে নদীতে সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা। চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে দুই মাস বন্ধ থাকবে মাছ ধরা। এ নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে কোন জেলে ধরা পড়লে কমপক্ষে ১ থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
এর আগে চাঁদপুরে জেলে পাড়াগুলোতে নিষেধাজ্ঞা শুরুর আগ মূহুর্তে জেলেরা নৌকা ও জাল নদীতীরবর্তী স্থানে নিয়ে আসে। দুই মাসের নিষেধাজ্ঞা চলা সময়ে চাঁদপুরে ৪০ হাজার ৫ জন নিবন্ধিত জেলেরা পাবেন খাদ্য সহায়তা হিসেবে চারবার করে ৪০ কেজি চাল।
এদিকে শনিবার (১ মার্চ) ভোর থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনার নৌ সীমানায় জাটকা রক্ষায় টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড। কোন জেলে যাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে না নামে, তার জন্য জেলে পাড়ায় স্পিডবোট নিয়ে ঘুরে ঘুরে মাইকিং করেছে নৌ পুলিশের সদস্যরা।
চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, দুইমাসে জাটকা রক্ষায় নদীতে নৌ পুলিশ অভিযান শুরু করেছে। নৌ পুলিশের ১২টি থানা ও ফাঁড়ির দেড় শতাধিক পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে। এর মধ্যে ২৬টি টহল টিম পালাক্রমে নদীতে অভিযান পরিচালনা করবে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএসএম ইকবাল ও অন্য ফাঁড়ির সদস্যদের নিয়ে আমরা নদীতে অবস্থান করছি। কোন জেলে আইন অমান্য করে নদীতে নামলে মৎস্য আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।