নিজস্ব প্রতিবেদক :
বিএনপি নেতা ইশরাক হোসেন আজীবন ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এক তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্টে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো । অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্যে যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান।
তিনি আরো বলেন, তাদেরকে কেও মেথর বলে হেয় করলে আমরা জনগণের মেথর হিসাবে তাদের জন্যে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মেথর সাহেবেরা হালালভাবে খেটে খায়। আর দুইদিন যাবৎ আসা ‘গণঅভ্যুত্থান’ সরকারের কেও কেও লুটপাট করে বেহুঁশ হওয়ার দশা।
পোস্টের সঙ্গে এআই দিয়ে তৈরি নিজের একটি ছবিও শেয়ার করেছেন ইশরাক হোসেন। ছবিতে দেখা যায়, ইশরাক হোসেনের গায়ে ময়লা ও ছেড়া টিশার্ট পড়া। হাতে রয়েছে ঝাড়ু। কাঁধে একটি বস্তা, সেটিতে প্লাস্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা ভর্তি।
পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা ইশরাকের হোসেনের এই ছবি জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে করেছেন ব্যঙ্গও।