জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্টের দর্শকপ্রিয় জুটি মিশু সাব্বির ও ফারিয়া শাহরিনকে দেখা গেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একসাথে ঘুরতে বেরিয়ে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মিশু নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন, যেখানে তারা মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় একসাথে সময় কাটাচ্ছেন।
ছবিগুলোতে দেখা যায়, তারা বিভিন্ন ভঙ্গিতে ফ্রেমে পোজ দিয়েছেন। মিশু ক্যাপশনে লিখেছেন, ‘অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।’
দর্শকরা ছবিগুলো দেখে পুরনো ব্যাচেলর পয়েন্ট-এর খুনসুটি, হাসি-মজা মনে করতে থাকেন। মুহূর্তেই এই ছবিগুলো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং জুটি হিসেবে তাদের রসায়নও সমাদৃত হয়েছে।