নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা বলেন, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেছেন, যা চলবে দুই অক্টোবর পর্যন্ত।
তিনি জানান, পূজাকে কেন্দ্র করে সারাদেশে প্রায় এক লাখ সেনা সদস্য ও ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি বিজিবির ৪৩০ প্লাটুন ও ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয় কমিটির সাতজন সদস্য ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিরাপত্তায় যুক্ত থাকবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেখানে ঝুঁকি রয়েছে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব বা উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছুসংখ্যক অপশক্তি বিভ্রান্তি ছড়াতে চাইছে, কিন্তু আমরা সজাগ আছি।’
তিনি আরও জানান, ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে কোথাও কোনো ধরনের শঙ্কা দেখা যায়নি। ‘ফ্যাসিস্টদের দোসররা গুজব রটাচ্ছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি শান্তিপূর্ণ,’ বলেন উপদেষ্টা।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সেই প্রস্তুতি মাথায় রেখেই কাজ করছে।