নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে। রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়।
নির্বাচনী সংঘাত নিয়মিত ঘটনা উল্লেখ করে ভোট ভালোভাবে হবে বলেও মনে করেন উপদেষ্টা।
তিনি জানান, নির্বাচনের আগেই ব্যক্তি পর্যায়ে মোবাইল সিমের সংখ্যা কমিয়ে আনা হবে।
জাহাঙ্গীর আলম বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়েই প্রস্তুত করে তোলা হচ্ছে সরকারের বিভিন্ন বাহিনীকে।
বিটিআরসির নিয়মঅনুযায়ী, বর্তমানে এক জন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারেন। তবে এই সংখ্যা সরকার কমিয়ে আনতে চায় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।


















