নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় রয়েছেন এবং বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন।
ট্রাইব্যুনাল জানিয়েছেনে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন। এ কারণে তার অপরাধের সর্বোচ্চ সাজা হলেও সত্য উদ্ঘাটনের কারণে সাজা হ্রাস পেয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

















