বিনোদন প্রতিবেদক :
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে শিল্পী মোঃ হাসেমের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘Visible / Invisible’। ৩৪টি শিল্পকর্মে প্রকৃতি, সময় ও মানবজীবনের অদৃশ্য অনুভবকে তুলে ধরেছেন শিল্পী। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনীটি ৮ নভেম্বর, ২০২৫ শনিবার, বিকেল ৫.৩০টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অবস্থিত গ্যালারি জুমে উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীতে চারকোল, জলরং, অ্যাক্রিলিক এবং মিক্সড মিডিয়াতে নির্মিত মোট ৩৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী প্রফেসর জামাল আহমেদ।
শিল্পী হাসেমের জন্ম ও বেড়ে ওঠা বান্দরবান শহরে। পাহাড়, গ্রাম, সমুদ্র ও শহরের অভিজ্ঞতা তাঁর দেখার ও অনুভবের জগৎকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর কাজগুলোতে দৃশ্যমান প্রকৃতি ও মানবজীবনের পরিবর্তনশীল স্রোতের সঙ্গে যুক্ত থাকে নীরব এক অন্তর্দৃষ্টি। দৃশ্যের আলোর-ছায়ার পাশাপাশি অদৃশ্য অনুভূতির গভীরতাও সযত্নে ফুটে ওঠে তাঁর কাজে।
শিল্পীর মতে, “সময়, মানুষ ও প্রকৃতি যখন একে অপরের সঙ্গে মিশে যায়, তখন সৃষ্টি হয় এক অবিরাম পরিবর্তন। এই প্রদর্শনী সেই পরিবর্তনের দৃশ্য ও অনুভবকে ধারণের প্রচেষ্টা।” বিশেষত চারকোলের কাজে ফিরে আসে অস্তিত্ব, নিঃসঙ্গতা এবং আত্মপরিচয়ের অনুসন্ধান। শিল্পী চান, দর্শক যেন তাঁর কাজের সামনে এক মুহূর্ত থেমে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করে। দেখা ও অদেখা, বাহ্যিক ও অন্তর্গত জগতের মাঝের অদৃশ্য সেতুবন্ধনই তাঁর শিল্পচর্চার মূল সুর।
এই প্রদর্শনীতে সংরক্ষিত প্রতিটি কাজ শিল্পীর ব্যক্তিগত অনুভব, পরিবেশগত স্মৃতি এবং মানবজীবনের সময়-রূপান্তরের প্রতি একটি সংবেদনশীল পর্যবেক্ষণ হিসেবে প্রকাশিত। “Visible–Invisible” প্রদর্শনীটি ৮–২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত গ্যালারি জুম, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


















