বিনোদন ডেস্ক :
বাবা হলেন ছোট ও বড় পর্দার অভিনেতা শ্যামল মাওলা। রবিবার (৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শ্যামলের স্ত্রী মাহা শিকদার।
কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি শ্যামল মাওলা তার ফেসবুকে শেয়ার করেছেন। এ ছবির ক্যাপশনে শ্যামল মাওলা লেখেন, “এই গ্রহে একজন নতুন তারকার আগমন ঘটেছে।” পরে এ অভিনেতা জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। কন্যার নাম রেখেছেন সানাভ মাওলা।
২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।
মাহা শিকদারের এটি প্রথম বিয়ে হলেও শ্যামলের দ্বিতীয় বিয়ে। এর আগে নন্দিতার সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্যামল। এ সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে।
একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রে অভিনয় করেন। ‘গেরিলা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় এখনো দর্শক হৃদয়ে গেঁথে আছে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আগামী দুর্গাপূজায় এটি মুক্তির কথা রয়েছে।