নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটি করপোরেশন সাবেক মেয়র, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
এসআগে রাত সাড়ে ১২টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানে তার বোনের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।