রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে : হানিফ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি :


দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে।

তিনি বলেন, ‘এ মুহূর্তে বিএনপি’র রাজনীতি নেতৃত্ব সংকটে ঘুরপাক খাচ্ছে। সন্ত্রাস, হত্যা, নাশকতা দিয়ে রাজনীতি করা যায় না। বিএনপির ভবিষ্যত কী হবে সেটা সময় বলে দেবে।’

হানিফ আজ রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একুশে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র এখন নেতৃত্ব সংকটে রয়েছে এবং ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মধ্যে সন্ত্রাস-হত্যা, নাশকতার মতো কর্মকান্ড রাজনীতির অংশ হিসাবে বিবেচিত হয় না। এগুলো জঙ্গী সংগঠনের কর্মকান্ড।

তিনি বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে বাসে-ট্রেনে আগুন দিয়ে যে সব সরকারি সম্পদ ধ্বংস করেছে, সাধারন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এই সব হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে বিএনপি থাকলে সাধারণ মানুষের কাছে বিএনপি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। এ ধরনের কর্মকান্ড করে কেউ কখনো টিকতে পারেনি, বিএনপিও পারবে না।

হানিফ বলেন, বিএনপি সম্প্রতিকালে যেসব কর্মকান্ড করেছে তার দায়ভার দলের সিনিয়র নেতাদের নিতে হবে। কারন তাদের নির্দেশ ছাড়া তোকর্মীরা এই কাজ করতে পারে না।

উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, প্রফেসর ডা: মুসনানজিদসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়