নিজস্ব প্রতিবেদক :
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান জানান, গত দুই-তিন দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন বাবা। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় বাবার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তবে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। তিনি বর্তমানে সুস্থ আছেন।
এদিকে শামীম ওসমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার সহধর্মিণী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমানসহ তার পরিবার।