শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ট্রান্সকম গ্রুপের গ্রেপ্তার পাঁচ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের জামিনের আদেশ দেন।

তারা হলেন-ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।

আদালত সূত্র জানায়, পৃথক তিন মামলায় ট্রান্সকম গ্রুপের এই কর্মকর্তাদের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন এবং তাদের প্রত্যেককে তিন হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

ট্রান্সকম গ্রুপের এই কর্মকর্তাদের গতকাল বাসা ও অফিস থেকে গ্রেপ্তার করে পিবিআই।

ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গতকাল গুলশান থানায় তিনটি মামলা করেন। এসব মামলায় কোম্পানির শেয়ার ও অর্থসম্পদ নিয়ে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগ আনা হয়।

https://aparadhchitra.com/

সর্বশেষ - জাতীয়