নিজস্ব প্রতিবেদক :
কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না এবং নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে জাইকার অর্থায়নে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যে কোনো ধরনের গণপিটুনি বরদাশত করা হবে না। যদি গণপিটুনির ঘটনায় পুলিশের কোনো গাফিলতি প্রমাণিত হয়, তবে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে।”
এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
তিনি জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে মব তৈরি করে হেনস্তার পর পুলিশে সোপর্দ করার ঘটনায় মামলা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার স্পষ্ট করে বলেন, “আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না।”
তিনি বলেন, “গণপিটুনির দু-একটি ঘটনায় কর্তব্য অবহেলার কারণে কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিন-চার মাস আগের তুলনায় বর্তমানে গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও তিনি দাবি করেন।
ডিএমপি কমিশনার বলেন, “রাতে আসামির বাড়িতে হানা দেওয়া, দরজা ভাঙা বা এ ধরনের কোনো কাজ এখন আর বরদাস্ত করা হচ্ছে না।” তিনি জনসাধারণকে আহ্বান জানিয়েছেন, যেন কেউ অপরাধীকে নিজে ধরার চেষ্টা না করেন। পরিবর্তে, পুলিশকে খবর দিলে তারাই গিয়ে অপরাধীদের ধরবে।
তিনি জোর দিয়ে বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না। যেসব কর্মকর্তা এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেবেন না, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।”