শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি, সবাইকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয়

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৫, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি করা হয়েছে। এতে কার্যরকরী সভাপতি হয়েছেন মো. আশ্রাফ আলী হাওলাদার, নির্বাহী সভাপতি শাহাবুদ্দিন খান। দুই বছরের জন্য গঠিত এই কমিটিতে দায়িত্ব পালন করবেন দুজন সাধারণ সম্পাদক। প্রথম বছর দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট খলিলুর রহমান, দ্বিতীয় বছর দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান।

শুক্রবার (২৫জুলাই) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন।

অনুষ্ঠানে অতিথি এবং নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক বিভাজন নয় নিজ এলাকার জন্য যে যার যার অবস্থান থেকে কাজ করলেই উপজেলার সার্বিক উন্নয়ন করা সম্ভব।

অনুষ্ঠানের প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের অনুন্নত জেলাগুলোর মধ্যে পটুয়াখালী অন্যতম এবং উপজেলা হিসেবে মির্জাগঞ্জ অনুন্নত। আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাজ করলে, নিজ নিজ অবস্থান থেকে উন্নয়ন কাজে অবদান রাখতে পারলে আমাদের আর পিছিয়ে থাকতে হবে না।

তিনি আরো বলেন, আমরা বিভাজনে বিশ্বাস করি না। যারা দুর্বল রাজনীতিবিদ তারা বিভক্তি তৈরি করে রাখে। আমরা সবাইকে নিয়ে আগামি দিনে মির্জাগঞ্জকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় তিনি ভারতের আগ্রসন নিয়েও কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, আর কিছুদিন ভারতের তাবেদার সরকার ক্ষমতায় থাকলে আমাদের দেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করত।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও সরকারের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র উন্নয়ন হচ্ছে। তবে এক্ষে কেবল পিছিয়ে আছে মির্জাগঞ্জ। তাই এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামগ্রিক জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। কল্যাণ সমিতি সেই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে সামনের দিনগুলোতে আরও ভালো ভালো অবস্থানে যাতে যেতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন বলেন, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর এই দেশে তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করায় জোর দিতে হবে। কারণ দেশের পাশাপাশি বিদেশে কারিগরি দিক দিয়ে দক্ষ জনগোষ্ঠীর ব্যাপক চাহিদাও রয়েছে। তাই এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য মির্জাগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপন করা যেতে পারে।

উপজেলার সামগ্রিক কল্যাণ করতে হলে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো।

এক নজরে পুরো কমিটি :
মো. আশ্রাফ আলী হাওলাদার (কার্যরকরী সভাপতি), শাহাবুদ্দিন খান (নির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান (প্রথম বছর) , অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান (দ্বিতীয় বছর)। সিনিয়র সহ সভাপতি মো. ফিরোজ আলম গোলদার, মো. আব্দুল হাকিম খাঁন, মো. নেছার উদ্দিন আহমেদ, এস এম ফোরকান, গাজী মোস্তাফিজুর রহমান (শাহীন), অ্যাডভোকেট মো. নুরুল হক (নান্টু), মো. খাইরুল আহসান (মিন্টু), অ্যাডভোকেট খন্দকার মনিরুজ্জামান মনির, মো. জাকির হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইলিয়াস, আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট হুমায়ুন কবির খান, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল আলম (বাদল), মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হোসেন (বিপ্লব), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. বাচ্চু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কে এম শফিকুল ইসলাম দিপু, সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ নাছিমুল গনি (ময়ন)।

শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামান হিরু, সাংস্কৃতিক সম্পাদক মো. বুরহানুদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. রুহুল আমিন রাজ্জাক, সহ-ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম নান্নু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ, যুব ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ মাছুদা ঠাকুর (রত্না), সদস্য মো. ইকবাল মাহমুদ, মো. আবু জাফর, অ্যাডভোকেট মো. মহসিন বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আব্দুস সালাম খান, কর্নেল (অব.) আব্দুল মান্নান, পটুয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ডা. সাইফুল আজম রঞ্জু, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সিনিয়র সহকারী সচিব মাহফুজুর রহমান রনি, সিনিয়র সহকারী সচিব মোশারেফ হোসেন ও মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সুশান্ত সাহা প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি