শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক (৪৭), তার ভাই কলিম উল্লাহ (৩৫), একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান (২০), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও তার ভাই আবদুল আজিজ (২৫)।

আবুল কালাম চৌধুরী জানান, শুক্রবার ভোর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে (র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি) যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় সন্ত্রাসী দলের হোতা মালেকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, একটি চাইনিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ছাড়া তারা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করত। বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম থেকে এসব অবৈধ অস্ত্র-গোলাবারুদ কেনেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক খাদে, নিহত ২

অবরোধে প্রতিদিন সাড়ে ছয় হাজার কোটি টাকার ক্ষতি : এফবিসিসিআই সভাপতি

দৈনিক ভোরের আকাশ পত্রিকার নেত্রকোনায় প্রতিনিধির মায়ের ইন্তেকাল

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন

১৫ বছরের জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে: অলি আহমদ

গাজীপুরের আগুনে নিহত বেড়ে ১২

সাবেক দুই আইজিপি রিমান্ডে : নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন

পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন