বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চাঁদপুরে চালককে হত্যার পর অটো ছিনতাই, গ্রেপ্তার সাত

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ


চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চালক সাব্বির হোসেন (১৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘটনা জড়িত সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি, ছিনতাই হওয়া অটোরিকশা ও চালকের ব্যবহৃত মোবাইল ফোন।

বুধবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারর হলেন-চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকার জহির বাবলা (৪৫), মতলব দক্ষিণ উপজেলার আনিছুর রহমান (২৫), একই উপজেলার রাজু বেপারী (২৫), রাকিব (২৩), আমির হোসেন হানজালা (২৫), নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুরের কবির হোসেন (৩৫) এবং দিনাজপুর জেলার কোতয়াালী থানার মতুল্লাপুর এলাকার হামিদুর রহমান (৪১)।

পুলিশ সুপার জানান, কচুয়া পালাখাল ইউনিয়নের ভুঁইয়ারা গ্রামের অটোরিকশা চালক সাব্বির ২৪ জানুয়ারি বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের আর ফেরিন। ২৫ জানুয়ারি মা জাহানারা বেগম থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই দিন বিকেলে পুলিশ স্থানীয় সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়েনর সেঙ্গুয়া নামক স্থান থেকে হাত-পা বাঁধা সাব্বিরের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় চালকের মা জাহানারা বেগম ২৬ জানুয়ারি হত্যা মামলা দায়ের করেন।

মামলাল পর কচুয়া থানা পুলিশ হানজালাকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও বলেন, সাব্বির হত্যায় জড়িত ৯ জনের মধ্যে সাত জন গ্রেপ্তার হয়েছে। তাদের আদালাতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়