পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (২৪ জুন) সকালে ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৯)।
আহতরা হলেন, ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮) ও হোসেন (৩২)। আহতদের প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বজনদের বাসে উঠিয়ে দিতে ভাণ্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি নামক স্থানে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষায় ছিলেন তারা। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝুমাইয়া ও হাওয়া নিহত হন।
ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়া পিকআপে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।